ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাজাপুরে শিক্ষার্থীদের সাথে এএসপির মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৭:২১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা মতবিনিময় সভা করেছেন। 

এএসপির আমন্ত্রণে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় ঢাকা, বরিশাল, ঝালকাঠি ও রাজাপুরের বিভিন্ন কলেজের  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন। 

এরপর শিক্ষার্থীরা রাজধানীতে আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকার শাহজাদপুরের বাশতলায় নিহত মো. মনির হোসেন এর নিজ বাড়ি সমবায় বড় কৈবর্তখালী এলাকায় পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন।