শরীয়তপুরের জাজিরাতে জসিম মোল্লা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম মোল্লা উপজেলার সেনেরচর মোল্লাকান্দি এলাকার আইয়ুব মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জসিম মোল্লাসহ বেশ কয়েকজন মোটরসাইকেলে করে বিকেনগর এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় তারা মুন্সীকান্দি এলাকার জলিল শিকদারের বাড়ির সামনে আসলে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের একটি দুর্বৃত্তের দল তাদের উপর হামলা চালায়। পরে তারা জসিম মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :