বগুড়ার নন্দীগ্রামে গরু চুরি রোধে গ্রাম নিরাপত্তার ডিউটিরত পিতা-পুত্রকে মারপিটের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় সিরাজুল নামের একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে কালিগঞ্জ সড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কাথম পূর্বপাড়ার মৃত মেছের আলীর ছেলে বুলু মিয়া (৬২) ও তার ছেলে সিরাজুল ইসলাম (৩৫)। এ ব্যাপারে শনিবার (১৭ আগস্ট) থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, প্রতিদিন রাতে গরু চুরি রোধে গ্রাম নিরাপত্তার ডিউটি করেন স্থানীয় লোকজন। শুক্রবার রাতে স্থানীয়দের সঙ্গে ডিউটিতে ছিলেন বুলু ও তার ছেলে সিরাজুল। রাত ১টার দিকে পিতা-পুত্রের ওপর হামলা করে কাথম পূর্বপাড়ার বাদশা, শাহিন, হাবিবুর ও নাফিজ নামের চারজন। লাঠিসোটা ও স্টিলের পাইপ দিয়ে মারধর করার সময় সিরাজুলের মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মিলাদ পাড়ানোর টাকার বিষয়ে কাথম জামে মসজিদের ইমাম রফিকুল ইসলামকে চড়থাপ্পড় মারার ঘটনায় গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়ভাবে মিমাংসা বৈঠক বসে। এই ঘটনাকে কেন্দ্র করেই হামলা ঘটনা ঘটেছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, মারপিটের ব্যাপারে লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :