ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করল সেনাবাহিনী

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৩:০৬ পিএম

মুন্সীগঞ্জে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করল সেনাবাহিনী

ছবি: রূপালী বাংলাদেশ

গেল ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়, সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ি থেকে লুট করা উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেছে করা হয়েছে।

আজ রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ জেলার সার্কিট হাউস সেনাক্যাম্প থেকে এ অস্ত্র ও বিভিন্ন মালামাল পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে হস্তান্তর করেন লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন।  

তবে কি পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে তা জানানোনো হয়নি পুলিশের পক্ষ থেকে।

বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে "ইন এইড টু সিভিল পাওয়ার" এর অধীনে ৫ আগস্ট থেকে মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে জনগণের কাছে রক্ষিত বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ৩১টি রাইফেল, ২০টি এসএমজি, ০৩টি এলএমজি, ১৩টি পিস্তল, ৩৮টি শর্টগান, ২৭টি ১/২ নলা তৈরি বন্দুক, ৭টি গ্যাস গান, ২৮৭২ রাউন গুলি, রাউন্ড এসএমজি গুলি, ৮৯৩ রাউন্ড রাবার বুলেট, ১৬৯ রাউন্ড পিস্তলের গুলি।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস।

আরবি/জেডআর

Link copied!