ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহে ছাত্র আন্দোলনে অফিস ত্যাগ করলেন জেলা প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৪:৪৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের চাপে ছুটি নিয়ে অফিস ত্যাগ করলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।

আজ রোববার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তরে ঘুষ বাণিজ্যের অভিযোগে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। 

এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকল দুর্নীতির অভিযোগ তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে। এসময় ছাত্রদের কঠোর অবস্থানের কারণে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন।

এসময় তার কার্যালয়য়ে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ আরো অনেকেই।