ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৮:২৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮ আগস্ট) বিকেলে কালাই বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিসুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

এসময় জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবতাদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল গফুর মন্ডল, সাবেক যুগ্ন সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা ও আব্দুস ছামাদ বাবুসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।