ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের ৭ মেয়রকে পদ থেকে অপসারন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৪:৫৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সিরাজগঞ্জের ৭ পৌর মেয়রকে স্ব স্ব পদ থেকে অপসারন করা হয়েছে। আজ স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। 

তার মধ্যে সিরাজগঞ্জের ৭ জন মেয়রকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়। 

তারা হলেন-সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুল রউফ মুক্তা, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, তাড়াশ পৌর মেয়র আব্দুল রাজ্জাক, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, শাহাজাদপুর পৌর মেয়র তোরু লোদী, উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল রেজা।