জামালপুর সদরের কেন্দুয়ায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
ৎশিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক রজব আলী যোগদান করার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ায় এর আগে তিনবার সাময়িক বরখাস্ত এবং একবার চূড়ান্ত বরখাস্ত করা হয়। এরপর পূনরায় প্রধান শিক্ষক পদে পদায়ন করা হলেও দূর্নীতি ও অনিয়মের কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান ক্রমাগত অবনতি হচ্ছে।
দাবি পূরণ না হলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।