ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আন্দোলনে নিহত বিশালের পরিবারকে বিজিবি‍‍`র ৩ লাখ টাকা সহায়তা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৮:৪৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ০৪ আগস্ট জয়পুরহাটে আন্দোলনরত অবস্থায় গুলিতে নিহত কলেজছাত্র নজিবুল সরকার বিশাল এর পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।   

সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি নিহত বিশালের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের হাতে এই টাকা তুলে দেন। 

এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামবাসী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।