যশোর শহরের চিত্রা মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
ঘটনার ১৫ দিন পর শাহীন চাকলাদারের চাচাতো ভাই সদর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু অজ্ঞাতনামা ২শ’ সন্ত্রাসীকে আসামি করে গত রোববার মামলাটি করেন।
এজাহারে ফন্টু চাকলাদার উল্লেখ করেছেন, তার চাচাতো ভাই যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মৃত মান্নান চাকলাদারের ছেলে। তিনি যশোর ৬ আসনের সাবেক এমপি। শহরের চিত্রা মোড় এমএম আলী রোডে তার মালিকানাধীন আবাসিক হোটেল জাবির ইন্টারন্যাশনাল। গত ৫ আগস্ট বিকেল বিকেল ৩টার দিকে অজ্ঞাতনামা ২শ’ জন দুর্বৃত্ত গান পাউডার ও পেট্রোল নিয়ে ওই হোটেলের মধ্যে ঢোকে। প্রথমে লুটপাট শুরু করে তারা। হোটেলের ক্যাশ ভল্ট ভেঙে ৯০ লাখ টাকা চুরি করে। এরপর ১শ’টি ফ্রিজ, ১শ’টি স্মার্ট টেলিভিশন, সাড়ে ৪ শ’ কিলো ভোল্টের ২টি জেনারেটর, হোটেল স্টোরে রাখা বিভিন্ন প্রকার মালামাল, আসবাবপত্র, ১ হাজার কিলো ভোল্টের ট্রান্সফরমানসহ সাবস্টেশন, প্রেসার পাম্প, সাইবার স্টেশনসহ ফায়ার ইঞ্জিনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুট করে।
এজাহারে আরো বলা হয়েছে, এরপর গানপাউার ও পেট্রোল দিয়ে হোটেলের একতলা থেকে ১৬ তলা পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই হেটেলে থাকা একজন ইন্দোনেশিয়ার নাগরিকসহ ২৪ জন পুড়ে মারা যায়। হোটেল স্টাফসহ বোর্ডারাও ছিল নিহতদের মধ্যে। হোটেলে আলমারিতে রাখা বিভিন্ন কোম্পানির মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। বিভিন্ন আসবাবপত্র, স্টোরে রাখা বিভিন্ন মালামাল, যাবতীয় ইলেক্ট্রিক সামগ্রী, ৩টি লিফট, জানালার গ্রিল ও গ্লাসসহ দরজার যাবতীয় ডেকোরেশন পুড়ে ভস্মীভূত হয়। এ ছাড়া মূল ইমরতের বহু ক্ষতি হয়েছে। যা এই মুহুর্তে নিরূপন করা সম্ভব না। আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় সে সময় অভিযোগ দেয়া সম্ভব ছিল না; যার কারণে দেরি হয়েছে।
কোতয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, জাবির হোটেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।