ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্মৃতিসৌধে হামলার পরিকল্পনাকারী ১২ আ.লীগ নেতা আটক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০২:১৪ এএম

স্মৃতিসৌধে হামলার পরিকল্পনাকারী ১২ আ.লীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায়১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে পাঞ্জাবি-টুপি পড়ে এসে শাঁখা সিঁদুর পড়ে মহিলাদের হিন্দু সাজিয়ে হামলা ও  নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে  আন্তর্জাতিক ভাবে প্রচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনার অভিযোগে ১২ জন আওয়ামি লীগ নেতাকর্মীকে আটক করছে।

১৩ ডিসেম্বর শুক্রবার বিকে থেকেই নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের মিটিং চলছিল উপজেলার রাণীগঞ্জ এলাকার ধাঁধার চরে। স্থানীয় রাণীগঞ্জ ও তারাগঞ্জ এলাকার সাধারণ মানুষের সন্ধেহ হলে তারা আস্তে আস্তে জড়ো হয়ে সন্ধ্যার পর একত্রে চরটিতে হানা দিলে পরিকল্পনা সাথে জড়িতের মধ্যে ১২ জনকে আটক করে থানায় খবর দেয়। এ সময় পরিকল্পনাকারীদের কেউ কেউ নদী সাতরিয়ে পালিয়ে যায় বলে জানা যায় খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে আটককৃতদের রাতেই  থানায় নিয়ে আসে।

এদিকে আটককৃত নাশকতাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাপাসিয়া উপজেলা শহরে বিএনপি দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে।

জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের পলাতক চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত মো. হারুন অর রশিদ (হিরন মোল্লার) নেতৃত্বে বিভিন্ন এলাকার আওয়ামী দলীয় কর্মীদের ধাঁধার চরে জড়ো করেন।

আটককৃতরা হলেন, ঘাগটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের মতিউর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রিংকন (৩০), তালতলা গ্রামের মনির হোসেনের ছেলে স্থানীয় ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মারুফ (২৫), খিরাটি গ্রামের আমির উদ্দিন মাঝির ছেলে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান মাঝি (৪২), খিরাটি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শামসুল আলম (৫২), জয়নাল আবেদীনের ছেলে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ (৪৫), কামারগাঁও গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম মোল্লা (৪৬), খিরাটি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও গ্রামীণ ব্যাংকের আশুলিয়া শাখার সিনিয়র কর্মকর্তা ইলিয়াস আহমেদ (৪৫)। সে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। পার্শ্ববর্তী লাখপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলাল মিয়া (২২), শালদৈ গ্রামের আব্দুল খালেকের ছেলে স্থানীয় আওয়ামীলীগের সদস্য লোকমান মোল্লা (৪২), কামারগাঁও গ্রামের ছানাউল্লাহর ছেলে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য রাশিদুল আলম (৪৪), কামারগাঁও গ্রামের দবির মাস্টারের ছেলে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাপাসিয়া উপজেলা পোস্ট মাস্টার শরিফ (৪১), শালদৈ গ্রামের আইন উদ্দিনের ছেলে জিহাদ (২৪)।

দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি নাশকতার অভিযোগ দায়ের করেছেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা ও ব্রম্মপুত্র নদীর সঙ্গমস্থলে জেগে উঠা ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ জনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে এবং দূর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতির দায়ের করা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

আরবি/জেডআর

Link copied!