ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বি‌ভিন্ন গণমাধ‌্যম কর্মী ও প্রতিষ্ঠা‌নের ওপর হামলার প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০১:১৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

দে‌শের বি‌ভিন্ন গণমাধ‌্যম কর্মী ও প্রতিষ্ঠা‌নের ওপর হামলার প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন ক‌রে‌ছে গনমাধ‌্যম কর্মীরা।

সকা‌লে জেলায় কর্মরত সাংবা‌দিক‌দের আ‌য়োজ‌নে রাজবাড়ী প্রেসক্লা‌বের সাম‌নে এ মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়।

এসময় বক্তারা ব‌লেন, ‌বেশ কিছু‌দিন ধ‌রে ‌দে‌শের বি‌ভিন্ন গণমাধ‌্যম কর্মী ও প্রতিষ্ঠা‌নের ওপর হামলা কর‌ছে দুবৃর্ত্তরা। এসব হামলার ঘটনার সা‌থে জ‌ড়িত‌দের চি‌ন্হিত ক‌রে শা‌স্তির দাবি করেন বক্তারা।