ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বান্দরবানে ঝিড়িতে পড়ে প্রাণ গেল জুমচাষির

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৭:৩৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বান্দরবানে বাড়িতে ফেরার পথে ঝিড়িতে পড়ে ইন্দ্রলাল চাকমা ( ৬২) নামে জুমচাষি নিহত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলার তালুকদার পাড়া এলাকায় তুংথং ঝিড়িতে এই ঘটনাটি ঘটে।

নিহত জুমচাষি সদর ইউনিয়নে পর্যটন চাকমা পাড়া গ্রামে লট্য চাকমা ছেলে। তিনি একজন জুমচাষি ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল জুমচাষ কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে পা পিছলে তুং থং ঝিড়িতে পড়ে পানি স্রোতে জুমচাষি নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুজি করে ঝিড়িতে তার লাশ দেখতে পায়। পরে ঘটনাস্থলে এসে ঝিড়ি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এবিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ বলেন, ঝিড়িতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।