বাগেরহাট: বাগেরহাটের রামপালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী মিরাজুল ইসলাম শাহিদ ও তার বড় ভাই আবুল হাসান এর উপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার বিচারের দাবিতে রামপালে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে ফয়লাহাট বাসস্ট্যান্ডে মোড়ে রামপাল উপজেলা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (RUPUSA) এই মানববন্ধনের আয়োজন করা ।
এসময় বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এবিসিএল আইটি অ্যান্ড ট্রেনিং ইনষ্টিটিউটের শিক্ষক মিরাজুল ইসলাম ও তার ভাইয়ের ওপর দূর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। উপজেলার ধলদাহ গ্রামের আলতাফ গাইন ও তার ছেলে সুমন গাইন গত ১০ আগষ্ট এই হামলা করে। এর পর থেকে গুরুতর আহত মিরাজ ও হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় মিরাজের বাবা আবু হানিফ গাইন বাদী হয়ে বাগেরহাট আদালতে আলতাফ গাইন, স্ত্রী সুমী আক্তার ও তাদের ছেলে সুমন গাইনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধন রামপাল উপজেলা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (RUPUSA)`র পক্ষ থেকে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাজমুল হাসান (খুলনা বিশ্ববিদ্যালয়), নাজমুল হাসান রিয়ান (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আবুবকর সিদ্দিক নোমান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মিরাজুল ইসলাম (কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়), মারজান ইসলাম (ইসলামী বিশ্ববিদ্যালয়) সহ আরও অনেকে। এছাড়াও এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় ব্যাক্তি বর্গ।
আপনার মতামত লিখুন :