ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জের পদত্যাগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০৭:৩২ পিএম

মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জের পদত্যাগ

ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জ: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুন্সীগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ সবিতা রানী ওঝা পদত্যাগ করেছেন। নানা অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার সকাল দশটায় একাডেমিক ভবনের সামনে ইন্সট্রাক্টর ইনচার্জ সবিতা রানী ওঝা ও হাউস কিপার হামিদা বেগমের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করে নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেয়া হয় না। জোরপূর্বক শিক্ষার্থীদের দিয়ে ইনচার্জ  ব্যক্তিগত কাজ করান। অতিথি শিক্ষক এর মাধ্যমে ১২টি করে ক্লাস নেয়ার কথা থাকলেও সেই অনুযায়ী ক্লাস হয়না অথচ অতিথি শিক্ষকদের বরাদ্দকৃত ৩ লক্ষ টাকা সে আত্মসাৎ করেছে। এছাড়াও নারী শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে ইনচার্জ সবিতা রানী ওঝা এবং হাউসকিপার হামিদা বেগমের বিরুদ্ধে।

এসময় শিক্ষার্থীদের চাপের মুখে দুপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সবিতা রানী ওঝা। অন্যদিকে হাউস কিপার হামিদা বেগম প্রতিষ্ঠানে ছিলেন না।#

আরবি/জেডআর

Link copied!