ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে কলাপাড়ায় গণমিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৭:২৯ পিএম

ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে কলাপাড়ায় গণমিছিল

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালী: ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় গণমিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলাপাড়ার আয়োজনে শুক্রবার জুমার নামাজের পর খেপুপাড়া কেন্দ্রীয় বড় মসজিদের সামনে থেকে এক গণমিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে কলাপাড়া প্রেস ক্লাব চত্বরে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাশরাফি কামাল শাফি, মো. নজরুল ইসলাম, নাজমুস সাকিব, মুহাম্মদ আল ইমরান প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ভারত বাংলাদেশকে কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি। যারা বাংলাদেশের একটি বিশেষ দলকে ক্ষমতায় বসিয়ে তাদের দিয়ে বাংলাদেশকে শোষণ করতে চেয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা সেই চক্রান্ত রুখে দিয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ভারতীয় পানি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। গণ মিছিলে উপজেলার বিভিন্ন সংগঠন ও ছাত্ররা গ্রহণ করে।

আরবি/জেডআর

Link copied!