ছাত্র-জনতার যুগপৎ অন্দোলনের বিজয়কে টেকসই ও অর্থবহ করতে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির এডভোকেট মো. হাফিজুর রহমান।
শুক্রবার (২৩ আগস্ট) আমুয়া বাজারের একটি অডিটোরিয়াম মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমুয়া ইউনিয়ন শাখা আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জানা গেছে, দীর্ঘ প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করে জামায়াতে ইসলামী আমুয়া ইউনিয়ন শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমুয়া ইউনিয়ন আমির মাষ্টার মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আমির এডভোকেট মো. হাফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির মাষ্টার মো. মজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আমিনুল ইসলাম।
আপনার মতামত লিখুন :