কক্সবাজার: সদ্য স্বদেশ প্রত্যাবর্তন করা বিএনপি`র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের গুলশান বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার।এসময় সাবেক মেয়র হায়দারকে সমসাময়িক বিষয় নিয়ে নির্দেশনাও দিয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় সালাহউদ্দিন আহমেদের ঢাকার গুলশান বাসভবনে এ সাক্ষাৎ করেন তিনি।এসময় চকরিয়ার সমসাময়িক বিষয় নিয়ে সালাহউদ্দিন আহমেদের সাথে কিছুক্ষণ কথা হয় নুরুল ইসলাম হায়দারের।
সালাউদ্দিন আহমেদ বলেন, গত ১৭বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, হামলা, মিথ্যা মামলা ও নানা হয়রানি করেছে। এই অন্যায় অবিচারের প্রতিশোধ নিতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যেন হামলা না করে। যা হবে আইনি প্রক্রিয়ায় হবে জানিয়ে বিএনপি`র প্রত্যেকটি নেতাকর্মীকে শান্ত থাকতে বলেন। কিছুদিনের মধ্যে চকরিয়া-পেকুয়ায় আসবেন বলেও জানিয়েছেন তিনি।
সাবেক প্রতিমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ৯বছর ধরে ভারতে অবস্থানের চলতি মাসের ১১ আগস্ট দেশে ফিরেছেন।
সৌজন্য সাক্ষাতের সময় হাইকোর্টের ব্যারিস্টার মোহাম্মদ রিদুওয়ান, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিস, সাধারণ সম্পাদক নুরুল আবচার রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ফয়সাল,মো:জোয়েল, মো. শওকতসহ যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ছিলেন।
আপনার মতামত লিখুন :