হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল উপজেলার বুল্লা, নোয়াপাড়া, আন্দিউড়া, ছাতিয়াইন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। নোয়াপাড়া ইউনিয়নে ৩৫০ জন, বুল্লা ইউনিয়নে ৪০০জন, আন্দিউড়া ইউনিয়নে ৪০০জন, ছাতিয়াইন ইউনিয়নে ৪০০জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তফা রাসেল, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, বুল্লা চেয়ারম্যান, আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান, পিআইও মো. নুর মামুন, খাদ্য নিয়ন্ত্রক বাহা উদ্দিন, নোয়াপাড়া এলএসডি কর্মকর্তা মো. বাহাউদ্দিন, ইউনিয়ন প্রশাসনিক মন্তাজ মিয়া, ইউপি সদস্য শ্যামলী রানি দেব, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, সোমা ঘোষ, বাবুল রেলি, খসরু মিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :