বগুড়া: দেশের ভয়াবহ বন্যায় আশ্রয়হীন ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা বাসির পক্ষ থেকে ত্রাণ তহবিল সংগ্রহ করা হয়। ২৫ আগস্ট মঙ্গলবার সকাল থেকে সারাদিন ব্যাপি দুপচাঁচিয়া উপজেলার প্রতিটি এলাকায় ছাত্র, শিক্ষক, ডাক্তার, স্বেচ্ছাসেবক কর্মী ও ব্যবসায়িক বৃন্দ এর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রী ভাই বোনেরা একত্মতা প্রকাশ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন মানুষদের জন্য অর্থ সংগ্রহসহ শুকনো খাবার,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বস্ত্র, ঔষধপত্রসহ প্রয়োজনীয় দরকারি পণ্য সংগ্রহ করে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেন এবং এইসব ত্রাণের সংগ্রহ জিনিসপত্র ও নগদ অর্থ সঠিকভাবে বন্টন করার জন্য ঢাকায় রয়েছেন দুপচাঁচিয়া উপজেলাবাসীর পক্ষে নাঈম ইসলাম, শাকিব ও মোস্তাকিন।
বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীন মানুষের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ করেন দুপচাঁচিয়া উপজেলা বাসির পক্ষে আবু কালাম আজাদ, এম ডি শিমুল, শিক্ষক শামীম আহম্মেদ, শাহিনুর ইসলাম, তারেক আহম্মেদ,মাসুদ, আলম, ছাত্র মেহেদী, আহসান, শরণ, শুভ প্রমুখ।
দেশের চলমান ভয়াবহ বন্যায় পানিবন্দী লাখো মানুষের পাশে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :