চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোহখানা নিয়ামতিয়া আলিম মাদ্রঅসায় অনিয়ম, দুর্নীতি অভিযোগ এনে তোহাখানা মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মাওলানা মো. মামুনুর রশিদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।
রবিবার সকালে উপজেলার তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসায়র মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। পরে তোহাখানা মাদ্রাসার প্রধান ফটকের সামনে অবস্থান করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তোহাখানা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মামুনুর রশিদ অনিয়ম দুর্নীতি করে বীরদর্পে চলে আসছেন, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেন না। এজন্য আমরা ছাত্র জনতা আজকে ভারপ্রাপ্ত অধ্যাক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন বলে জানান তিনি।
বিক্ষোভ মিছিলে সরিফুল ইসলাম, কাওশার আলী, মামুন, রায়হান আলী, বায়জিত আলীসহ অত্র মাদ্রাসার কয়েক`শ ছাত্র-ছাত্রীবৃন্দ।
এবিষয়ে মাওলানা মো. মামুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে ছাত্রদের দিয়ে বিক্ষোভ মিছিল করিয়েছে, মাদ্রাসা পরিচালনায় আমি কোন অনিয়ম করিনি।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র মাদ্রাসার সভাপতি আকতাবুজ্জামান আল ইমরান বলেন, মাদ্রাসার বিভিন্ন সমস্যার অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :