ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কমেনি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৮:৪৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা বেশিভাগ নদী থেকে পানি নেমে গেলেও কমেনি দূর্গত মানুষের দুর্ভোগ। এখনও অনেক এলাকার রাস্তা ঘাটসহ বাসা-বাড়ি বন্যার পানির নিচে নিমজ্জিত। যার ফলে  অনেকে উচু স্থান,রাস্তায়, বেড়িবাঁধে টিনের চালা বেধেঁ আশ্রয় নিয়েছে।  অনেক মানুষ এখনও রয়েছেন সরকারী আশ্রয় কেন্দ্রে।

জেলা প্রশাসন সূত্র জানায়, হবিগঞ্জের ৫টি উপজেলায় ১৮ হাজার ২৪০টি পরিবার পানিবন্দি হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৭২ হাজার ৭৬০ জন। এখন পর্যন্ত ১শ ২৫টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। সেখানে লোকসংখ্যা ৯শ ১ জন। এসব আশ্রয়কেন্দ্রে দেখা দিয়েছে প্রয়োজনীয় বিশুদ্ধ পানীয় জল ও শুকনো খাবারের অভাব। 

তবে জেলা প্রশাসন জানিয়েছে , পানিবন্দি মানুষদের মধ্যে বিতরণের জন্য ১ হাজার ২৩৫ টন চাল মজুদ আছে। বিতরণ করা হয়েছে ৩৪১ টন। ২ হাজার ১৯০ প্যাকেট শুকনো খাবার মজুদ আছে এবং বিতরণ করা হয়েছে এক হাজার ৬৯০ প্যাকেট। নগদ ২৩ লাখ ২৭ হাজার ৫০০ টাকার মধ্যে ৯ লাখ টাকা ইতোমধ্যে বিতরণ শেষ। 
সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে কিছু সংস্থা ও বৃত্তবান মানুষ। তাদের সাধ্যমত বন্যা কবলিত মানুষদের বাঁচাতে পাশে দাঁড়িয়েছেন। দেশের সাধারণ মানুষ মনে করেন, সরকারের পাশাপাশি দেশের জনগন এগিয়ে আসলে, যে কোন ধরণের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব ।