ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কুমিল্লা পুলিশের আইজিপির গাড়ি আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ১০:০৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুমিল্লা: কুমিল্লা জেলার বুড়িচং এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে কুমিল্লায় জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে থাকা বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি। এসময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বন্যার্তদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌ-পুলিশ এবং হেডকোয়ার্টারস থেকে স্পেশাল টিমও কাজ করেছ। তিনি আরো বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাড়ানোর সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে দাড়ানো এবং তাদের কাছে ত্রাণ পৌছানোর তৎপরতা অব্যাহত রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো। 

এসময় কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে, জিলা স্কুল মাঠে বন্যার্তদের জন্য পুলিশের ত্রাণ বিতরণকে ফটোসেশন, হাস্যকর ও লোক দেখানো আখ্যা দিয়ে আইজিপির গাড়ি আটকে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কুমিল্লার শিক্ষার্থীরা। তারা সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। পরে কুমিল্লা জেলা প্রশাসক তাদের নিবারণ করেন।