ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

দুপচাঁচিয়ায় রাহিম হত্যার আসামী রানু গ্রেপ্তার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৫:১৬ পিএম
ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় রাহিম হত্যার আসামী রানু গ্রেপ্তার। ২৫ আগস্ট রবিবার দিবাগত রাতে রাহিম হত্যার অন্যতম আসামী রাশেদুল ইসলাম রানু (৩৯) কে দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। সে দুপচাঁচিয়া পৌর এলাকার বম্বপাড়া মহল্লার নৈয়উদ্দিনের ছেলে। ঘটনার বিবরনে জানা যায় যে,গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপর আ’লীগের পার্টি অফিসের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় তাদের উপরে গুন্ডা বাহিনী অতর্কিত অগ্নেয়অস্ত্র দিয়ে গুলিবর্ষন করলে আবু রায়হান রাহিম (২৯) এর পায়ে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পরলে তাৎক্ষনিক রাহিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)
হাসপাতালে ভর্ত্তি হলে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও মেডিকেল কলেজে শেরে বাংলা নগর, রেফার্ড করেন। দীর্ঘ ৫দিন পর রাহিম ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। সে দুপচাঁচিয়া পৌর চকপাড়া এলাকার মৃত.শাজাহান আলীর বড় ছেলে।

এব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, নিহত রাহিমের মা ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা করলে আসামী রাশেদুল ইসলাম রানুকে গ্রেপ্তার করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।