ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ভান্ডারিয়ায় রাতের আধারে পাকা ওয়াল ভেঙে জমি দখলের পাঁয়তারা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৬:২৭ পিএম

ভান্ডারিয়ায় রাতের আধারে পাকা ওয়াল ভেঙে জমি দখলের পাঁয়তারা

ছবি: রূপালী বাংলাদেশ

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় রাতের আধারে পাকা ওয়াল ভেঙে জমি দখলের পাঁয়তারা চালিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আলী বেপারী (৮৫) সোমবার বিকালে ভান্ডারিয়া অনলাইন সাংবাদিক ইউনিয়নে এক সংবাদ সম্মেলন করে। ওই সম্মেলনে তিনি বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে বলেন, তার বাড়ি ভান্ডারিয়া পৌর শহরের জামিরতলা গ্রামে। একই গ্রামের মৃত আব্দুল বেপারীর ছেলে মোতালেব বেপারী (মন্টু) এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৬ আগস্ট গভীর রাতে মন্টু (৫০) এর নেতৃত্বে স্থানীয় কুদ্দুস বেপারী (৪৫), আলী বেপারী (৪০), গিয়াস চাপরাশি (৩৮), সবুর চাপরাশি (৩৪), আল আমিন বেপারী (৩৮), শাহাজান জোমাদ্দার (৪৫), জাহিদ বেপারী (২৮), জাকারিয়া ওরফে ছাব্বির (২৪), জাবেদ বেপারী (২০),মালেক শরিফ (৩৮) সহ অজ্ঞাত ব্যক্তিদের সাথে নিয়ে দেশিয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালালিয়ে তার পৈত্রিক সুত্রের মালিকানা ভোগ দখলীয় জমিতে অবৈধভাবে প্রবেশ করে এবং তার বসত বাড়ির নির্মিত পাকা ওয়ালসহ ভবন ও বিভিন্ন গাছপালায় হামলা করে জমি জবর দখলে নেওয়ার পাঁয়তারা চালায় প্রতিপক্ষরা। 

এসময় হামলাকারীরা তাদের ওপর হামলা করে পাকা ওয়াল ভেঙে দশ লাক্ষ টাকার ক্ষতি সাধন করে। ঘরের বিভিন্ন মালামালসহ সিসি ক্যামেরা ভাংচুর করে । এতে আনুমানিক দেড় লাক্ষ টাকার ক্ষতি হয়। এছাড়াও ঘরে থাকা নগদ এক লক্ষ সাতাশ হাজার টাকা ও স্বর্ণাঙ্কার ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের প্রাণ নাশের হুমকি দেয়। এ ব্যাপরে প্রতিপক্ষের একাধীক ব্যক্তির সাথে যোগাযোগ করলে তারা এ ঘটনার বিষয়ের সাথে জড়িত নয় বলে দাবি করেন।

আরবি/জেডআর

Link copied!