ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফরিদগঞ্জে আশ্রয়কেন্দ্রে প্রেস ক্লাবের পক্ষ থেকে খাবার বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৯:৪৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চাঁদপুর: ফরিদগঞ্জে সপ্তাহ যাবত টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। এতে প্রতিটি গ্রামেই পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। অধিকাংশ বাড়িঘর পানির নিচে। তলিয়ে গেছে রাস্তাঘাট।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় সাড়ে পাঁচ শতাধিক পরিবার। এ পরিবার গুলো অর্ধাহারে অনাহারে দূর্বিসহ জীবন যাপন করছে।

আশ্রয়কেন্দে থাকা সকল মানুষদের মাঝে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সোমবার (২৬ আগস্ট) রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি মো. মামানুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের নেতৃত্বে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের আর্থিক ও শারীরিক সহযোগীতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে খাবার বিতরণীতে অংশ গ্রহণ করেন, দেলোয়ার হোসেন বেলাল, প্রবীর চক্রবর্তী, এসএম ইকবাল, শাকিল মুসফিক, আনিছুর রহমান সুজন, শিমুল হাসান, গাজী মমিন, জাকির হোসেন সৈকত, আক্তার হোসেন, রুহুল আমিন খাঁন স্বপন, আব্দুস সালাম, মামুন হোসাইন, শামীম হাসান, সাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন।