ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।
২৭ আগস্ট মঙ্গলবার সকালে আখাউড়া পৌর শহরের রাধানগর (রানীর দীঘি) নামক এক পুকুর থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত এই অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে পুকুরে ভাসমান এক ব্যাক্তির মরদেহ ভাসতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়,আখাউড়া থানা পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৬০ উর্দ্ব। তার পড়নে লুঙ্গি ও পাঞ্জাবী পরিধান ছিল।
এবিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল জানান, আমরা খবর পেয়ে পুকুর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।