ফেনী: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফেনীর ছাগলনাইয়াসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) জেলার বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি বন্যার্তদের কাছ থেকে প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা শোনেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এই আলোচনা চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।
জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের উদ্ধার ও ত্রাণ বিতরণের কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, কুমিল্লা এরিয়া কমান্ডার এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী এই ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :