ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ১২:১৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে কোটি কোটি টাকা মূল্যের উন্নতমানের বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। যার মোট মূল্য ১২ কোটি ৯৯ লক্ষ টাকা।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে ২৫ বিজিবির ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ আগস্ট গোপন সংবাদ ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কোটি ৩১ লক্ষ,৭৩ হাজার ৬০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়। এসময় আটককৃত ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে । 

এছাড়াও গত ৮ আগস্ট ২ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, কসমেটিক, প্যান্ট, বেটনোভেট ক্রিম, ও গত ২০ আগস্ট ২ কোটি, ৪ লক্ষ ৯২ হাজার  টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী, শিফন জর্জেট থান কাপড়, কসমেটিকস এবং গত ২১ আগস্ট ২ কোটি ২৫ লক্ষ ৭ হাজার ৮৫০ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী,  কসমেটিকস, ও ক্রিম আটক করে বিজিবির বিশেষ দল।

এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান,  ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারতের অবৈধ মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং তাদের এই অভিযান অব্যাহত থাকবে ।