ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীতে ভয়াবহ বন্যায় নিহত ১৭

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৭:০০ পিএম

ফেনীতে ভয়াবহ বন্যায় নিহত ১৭

ছবি: রূপালী বাংলাদেশ

ফেনী: জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানী হয়েছে। বুধবার রাতে জেলা প্রশাসন গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। নিহতদের মধ্যে ৪ জন নারী, ৩ জন শিশু ও ১১ জন পুরুষ বলে জানিয়েছেন সূত্রটি। এদের ১২ জনের পরিচয় শনাক্ত করা গেলেও ৫ জন অজ্ঞাত। এছাড়াও দাগনভূঞায় আশ্রয়কেন্দ্রে ১ জন ও উদ্ধার তৎপরতার সময় এক যুবক নিহত হয়েছেন।

বন্যায় নিহতরা হলেন-পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা এলাকার মৃত আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭২), ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের শাকিলা (২২), উত্তর করইয়া গ্রামের বেলালের ছেলে কিরণ (২০), দক্ষিণ শ্রীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুড়া গ্রামের আবুল খায়ের (৫০), পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুপুর গ্রামের দেলোয়ার হোসেন (৪২), লক্ষীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনিরহাট গ্রামের নূর ইসলামের মেয়ে রজবের নেচা (২৫), সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মাবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), ছাড়াইতকান্দি গ্রামের শেখ ফরিদের ছেলে আবির (৩), দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রমের নুর নবীর ছেলে নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) এবং জয়লস্কর এলাকার হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭) নিহত হয়েছে।

এছাড়া ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাত এক নারী, সদর উপজেলায় অজ্ঞাত ৩ পুরুষ ও এক হিন্দু নারীর মরদেহ পাওয়া গেছে। অন্যদিকে দাগনভূঞার সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রে অসুস্থ হয়ে মারা গেছেন উপজেলার ভবানীপুর গ্রামের হুমায়ুন কবির ও সদর উপজেলায় উদ্ধার তৎপরতার সময় স্রোতে ডুবে সাইফুল ইসলাম সাগর নিহত হন। তার বাড়ী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে।

সূত্রটি আরও জানিয়েছেন, এবারের বন্যায় জেলায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর মধ্যে দেড় লাখ মানুষ বিভিন্ন আশ্রয়েেকন্দ্রে ও বাকিরা বিভিন্ন উপজেলায় আত্মীয়-স্বজনের বহুতল বাসভবনে আশ্রয় নিয়েছেন।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার আজ পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য নিশ্চিত করে রূপালী বাংলাদেশকে জানান, বন্যায় নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তার জন্য স্ব স্ব উপজেলার ইউএনও দের নির্দেশ দেয়া হয়েছে।

আরবি/জেডআর

Link copied!