সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় পাটবন্দরে আগুন লেগে পুড়ে গেল আব্দুল লতিফ নামের এক ব্যক্তির পাটের গুদাম। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে গুদামে আগুন লাগে। আগুনে পুড়ে গেছে প্রায় ৫০০ শত মন পাট। পুড়ে গেছে পুরো গুদামটিও। আব্দুল লতিফের অভিযোগ তার গুদামে শত্রুতামূলকভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
পাট ব্যবসায়ী আব্দুল লতিফ অভিযোগ করেন, তার গুদামে বিদ্যুৎ সংযোগ ছিল না। রাতে গুদামেও কেউ থাকে না। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা গুদামে আগুন ধরিয়ে দিয়েছে। ওই গুদামে প্রায় ৫০০ শত মন পাট রাখা হয়েছিল। আগুনে সব পাটই পুড়ে গেছে। সব মিলিয়ে তার ক্ষতির পরিমান ১৫ লাখ টাকারও বেশি। তিনি এ ব্যাপারে আইনি প্রক্রিয়ায় যাবেন বলে উল্লেখ করেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি তার কর্মীদেরকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। গুদামের পাশে খাল থাকায় পানি পেতে সুবিধা হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে তাদের।
আপনার মতামত লিখুন :