টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর গোড়ায় এলাকায় অজ্ঞাত বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ তৈয়বুর রহমান রৌদ্র (২৬) নেত্রকোনার আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের মৃত বণো মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রৌদ্র`র শ্বশুর, গোড়াই নাজিরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। শ্বশুর বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়। পরে গোড়াই হাইওয়ে থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।