গভীর রাতে মন্দিরের প্রতিমা ভাংচুরের সময় এলাকাবাসীর হাতে আটক দূর্বৃত্তকে শনিবার বিকালে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ ।
গত শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ভোলারদিঘী গ্রামের এক মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করার সময় ওই ব্যক্তি এলাকাবাসীর হাতে আটক হয়। আটকৃত ওই ব্যাক্তির নাম ইজরুল (৪৭)। তিনি একই ইউনিয়নের সবজীবাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মধ্যরাতে আটক দূর্বৃত্ত ভোলারদিঘীর শ্রী শ্রী সার্বজনীন সন্ন্যাসী মন্দিরে প্রতিমা ভাংচুর করতে ঢুকে। এসময় এলাকার লোকজন বুঝতে পেরে তাকে হাতে নাতে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এলাকাবাসীর কাছে প্রতিমা ভাংচুর এর বিষয়টি স্বীকার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, তাকে ৫ হাজার টাকায় কন্ট্রাক দেওয়া হয়েছে ওই মন্দিরের প্রতিমা ভাংচুর করার জন্য। তবে কে তাকে কন্ট্রাক করেছে তার নাম জানাতে অস্বীকৃতি জানায়। পরে আটক দূর্বৃত্তকে এলাকাবাসীরা আদিতমারী থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে আদিতমারী থানার ওসি মাহমুদ-উন নবী বলেন, আটক ব্যক্তির নামে নিয়মিত মামলা হয়েছে । পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :