হবিগঞ্জ: হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৮ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন ধরনের শ্লোগান দেন।
তারা স্থায়ী ক্যাম্পাস, আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করা সহ ৮ দফা দাবীতে রবিবার দুপুর ১২ টায় কলেজের অস্থায়ী ক্যাম্পাস ২৫০ শয্যা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামনে বিক্ষোভ করে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।
৪৮ ঘন্টার মধ্যে তাদের ৮ দফা দাবী সমাধান না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রিংকু, কাওসার আহমেদ, সৈয়দা তানজিম সুচী প্রমুখ।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের প্রশাসনিক বিভাগ তাদের দাবীগুলোর বিষয়ে কোন ধরনের কর্নপাত করেনি।