ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছেলেকে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা ছেলেকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের স্কুলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত এনায়েত উল্লাহ (২০) জয়নাল আবেদেীনের ছেলে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিহত এনায়েত উল্লাহর বাবা জয়নাল আবেদীনকে বিষ্ণপুর এলাকা থেকে পুলিশ আটক করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত এনায়েত উল্লাহ সৌদি আরব প্রবাসী ছিলেন। বেশ কিছুদিন হবে সে দেশে ফিরেছেন। দেশে আসার পর থেকেই তার বাবা-মায়ের সঙ্গে নানান বিষয়ে ঝগড়া–ঝামেলা করতেন।
এনায়েত একটি অটোরিকশা কেনার জন্য পরিবারকে চাপ দিয়েছিল। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) রাতেও রিকশা কেনার জেরে পারিবারিক কলহ সৃষ্টি হয়। নিহতের পিতা জয়নাল মিয়া পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় এনায়েতুল্লাহ উপর রড ও শক্ত লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে রাস্তায় নরসিংদীতে রাত ১২ টায় সে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ এসআই হুমায়ুন ফোর্সসহ ঘটনাস্থল উপস্থিত হয়ে তার বাবা জয়নাল আবেদীনকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।