ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রাজবাড়ীতে শিক্ষ‌কের পদত্যাগের দা‌বি‌কে কেন্দ্র ক‌রে শিক্ষার্থী‌দের মা‌ঝে উত্তেজনা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৯:০৭ পিএম

রাজবাড়ীতে শিক্ষ‌কের পদত্যাগের দা‌বি‌কে কেন্দ্র ক‌রে শিক্ষার্থী‌দের মা‌ঝে উত্তেজনা

ছবি: রূপালী বাংলাদেশ

রাজবাড়ী: রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা ক‌লে‌জের শিক্ষক আব্দুল্লা‌হিল হাসা‌নের পদত‌্যাগ ও স্ব-প‌দে বহাল থাকা নি‌য়ে শহ‌রের দুই সরকারী ক‌লে‌জসহ সাধারন শিক্ষার্থী‌দের ম‌ধ্যে উত্তেজনার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

সোমবার দুুপু‌রে এ ঘটনায় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা ক‌লে‌জ ক‌্যাম্পাসের মুল ফটক ও ফট‌কের বাইরে দুই গ্রুপ অবস্থান নি‌য়ে পদত‌্যাগের প‌ক্ষে ও বিপ‌ক্ষে পাল্টাপাল্টি স্লোগান দি‌তে থা‌কে।

জানা‌ গে‌ছে, শিক্ষক আব্দুল্লা‌হিল হাসা‌নের পদত‌্যা‌গের দা‌বি‌তে ১২দফা দা‌বি নি‌য়ে সরকারী আদর্শ ম‌হিলা ক‌লেজে যায় সাধারন শিক্ষার্থী ও ছাত্র সমাজ। এ সময় তারা লি‌খিত দা‌বিসমুহ অধ‌্যক্ষের কা‌ছে পেশ ক‌রে অ‌ভিযুক্ত শিক্ষ‌কের বিরুদ্ধে ব‌্যবস্থা নি‌তে ২৪ ঘন্টার আল্টি‌মেটাম দি‌য়ে শিক্ষ‌কের পদত‌্যাগ দা‌বি ক‌রে স্লোগান দি‌তে থা‌কে।

এ সময় ম‌হিলা ক‌লে‌জের শিক্ষার্থী শিক্ষক আব্দুল্লাহীল হাসা‌নের পদত‌্যাগ না ক‌রে স্ব-প‌দে বহাল থাকার দা‌বি‌তে পাল্টা স্লোগান দি‌য়ে বিক্ষোভ ক‌রে। 
প‌রে ক‌লেজ কর্তৃপক্ষ ও পু‌লিশ পরি‌স্থি‌তি শান্ত ক‌রে।

এদিকে এ বিষ‌য়ে ক‌লেজ কর্তৃপক্ষ সকল শিক্ষক‌দের নি‌য়ে ব‌সে এবং উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের মাধ‌্যমে সিদ্ধান্ত নে‌বেন ব‌লে জানা‌ গে‌ছে।

আরবি/জেডআর

Link copied!