লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে পরে আলিফ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। শিশু আলিফ হোসেন ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আলিফ তার বাবা মায়ের সাথে তিস্তা নদীর তীরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। এ সময় বাবা মিন্টু মিয়া ও মা কাকুলি বেগম তিস্তার পাড়ে ঘাস কাটতে ব্যস্ত ছিলো আর অন্যদিকে শিশু আলিফ নদীর তীরে বেধে রাখা নৌকায় চরে খেলা করছিলো। খেলাধুলার এক মুহুর্তে সবার অজান্তে আলিফ নৌকা থেকে নদীতে পরে যায় । এসময় ছেলেকে নৌকার উপর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তার পরিবার। পরে স্থানীয়রা তার লাশ নদীতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা-মায়ের সাথে তিস্তা নদীর তীরে ঘাস কাটতে গিয়ে আলিফ হোসেনের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাকে দাফনের কার্যক্রম চলছে।