কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে খালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো সাহেবনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জোবায়ের আহমেদের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত(৫) ও মহিবুর রহমানের মেয়ে রাফিয়া তানহা (৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে তানহা ও নিশাত খেলতে গিয়ে এক পর্যায়ে খালের পানিতে পড়ে যায় । সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, মৃত্যুর পর প্রথমে নিশাতের মরদেহ ভেসে উঠে। নিশাতের মরদেহ উদ্ধার করতে খালে নামার পর দেখা যায় তানহার মরদেহ।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী প্রথমে নিশাতের মরদেহ পানিতে ভাসতে দেখে। তখনও তানহার মৃত্যু খবর পরিবারের কানে পৌঁছায়নি। পরে খালের পানিতে নিশাদের মরদেহ উদ্ধার করতে নামলে সেখানে তানহার মরদেহ পায়।