শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৪:০৪ পিএম

পাহাড়ি ঢলে ভেঙ্গেছে মাধবপুরে চা বাগান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৪:০৪ পিএম

পাহাড়ি ঢলে ভেঙ্গেছে মাধবপুরে চা বাগান

ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জ: বছর বছর অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগান ভেঙ্গে যাচ্ছে। ৫টি চা বাগানে ভুমি ধসে প্রতি বছর শত শত চা গাছ ও ছায়া বৃক্ষ নষ্ট হচ্ছে। চা বাগান রক্ষার সরকারি বা বেসরকারি উদ্যোগ নেই। শুধু বাগান নয় বাগানের ছোট সেতু রাস্তা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। রাস্তা গুলো বাগানের নিজস্ব উদ্যোগে কোন রকম মেরামত করা হলেও চা বাগান ভাঙ্গা রোধ করা যাচ্ছেনা।আগ্রাসী ঢলে বছর বছর বাগান ভেঙ্গে ছড়ার পরিধি বিশাল আকার ধারন করেছে। একেকটি ছড়া আগে সরু খালের মত ছিল কিন্তু এখন এগুলো ঢলে চা বাগান পাড় ভেঙ্গে নদীর মত হয়ে গেছে। প্রতি বছর ঢলে বিশাল টিলা ভেঙ্গে প্রকৃতির স্বাভাবিক ভূপ্রকৃতি নষ্ট হচ্ছে। বাগান কর্তৃপক্ষ প্রকৃতির এই আগ্রাসন শুধু বছর বছর চেয়ে চেয়ে দেখেন। কারণ তাদের কোন সাধ্য নেই ভাঙ্গন রোধ করা।

মাধবপুর উপজেলার ৫ টি চা বাগান নোয়াপাড়া, বৈকুন্ঠপুর, জগদীশপুর, সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানে প্রতি বছর ঢলের স্রোতে বাগানের বড় বড় টিলা ভেঙ্গে যাচ্ছে। এসব চা বাগানের পূর্বদিকে রয়েছে রঘুনন্দন ও সাতছড়ি পাহাড়। পাহাড় ঘেষে ৫ টি চা বাগানের অবস্থান। 

নোয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা খেলু নাযেক বলেন, বাগানের ভেতরে অসংখ্য ছোট বড় ছড়া নালা রয়েছে। এর পূর্বদিকে রযেছে টিলা বেষ্টিত পাহাড়ি বনভূমি।
পাহাড় ও চাবাগানে ভূপ্রকৃতি দেখতে একই ধরনের। কিন্তু বর্ষা মৌসুমে অতি বর্ষন হলে পাহাড় ও চা বাগানের পানি বাগানের নদী ছড়ায় পড়ে বাগানের টিলা ভেঙ্গে বাগানের বড় ক্ষতি হয়। এ বছর বাগানের অনেক টিলা ভেঙ্গে গিয়ে চা গাছ নষ্ট হয়েছে।

সুরমা চা বাগানের সুবোধ তাতী বলেন, সবচেয়ে বেশি টিলা ভেঙ্গেছে সুরমা চা বাগানে। সাতছড়ি পাহাড়ের পশ্চিম দিকে চোখ পড়লেই দেখা যায় কিবরিয়াবাদ সেকশনে বিশাল উচ্চতার টিলা ভেঙ্গে পড়েছে সাতছড়ি ছড়ায়। পাহাড় ধসের কারণে চা বাগানও বিলিন হয়ে যাচ্ছে। শত শত চা গাছ ছড়ায় বিলিন হয়ে গেছে। একই অবস্থা তেলিয়াপাড়া চা বাগানে। ভাঙ্গন রোধ করার ব্যবস্থা নেই বাগানের তরফে। এভাবে বছর বছর পাহাড়ি ও চা বাগানের টিলা ভেঙ্গে বাগানের পাশাপাশি প্রকৃতির বিরাট ক্ষতি হচ্ছে। জগদীশপুর ও বৈকুন্ঠপুর পুর চা বাগানেও পাহাড়ি ঢলে চা বাগান ধসে যাচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার মাধবপুর শাখার প্রতিনিধি ওমাইয়া ফেরদৌস বলেন, পাহাড়ি ঢলে চা বাগান রক্ষা করার উদ্যোগ সরকারিভাবে নেওযা দরকার। কারণ বাগানের ভেতর প্রবাহিত ছড়াগুলো বালু মাটির চর থাকায় ঢলের পানি সঠিক ভাবে প্রবাহিত হয়না। তাই বাগান ভেঙ্গে চা গাছের ক্ষতি ও পরিবেশ
নষ্ট হচ্ছে। তাই ছড়ার প্রতি নজর দেওয়া দরকার।

সুরমা চা বাগানের ব্যবস্থাপক বাবুল সরকার জানান, এখন পাহাড়ি ঢলে চা বাগানের অনেক ক্ষতি হচ্ছে আমাদের চোখের সামনে। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগ রোধ করার বাগানের কোন সামর্থ্য নেই। তবে সরকারিভাবে ছড়া বা নদীর গতি প্রকৃতি সহজ করে টিলার ভাঙ্গন রোধ করা যেতে পারে। সরকারকে এ ব্যাপারে এগিয়ে আসার দাবি করছি। এতে বাগান ও প্রকৃতির মঙ্গল হবে। 

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, পাহাড়ি ঢলে চা বাগানের টিলা ধসে অনেক বিপর্যয় হচ্ছে। টিলা ধস কিভাবে রোধ করা যায় বিষয়টি সরকারের নজরে আনা হবে।

আরবি/জেডআর

Link copied!