ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের স্বেচ্ছায় পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৫:১৬ পিএম

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের স্বেচ্ছায় পদত্যাগের দাবি শিক্ষার্থীদের

ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জ: দুর্নীতি, অনিয়মসহ শিক্ষার্থীদের ৮দফা দাবী ৭২ ঘন্টার মধ্যে বাস্তবায়ন না করায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের স্বেচ্ছায় পদত্যাগের দাবী করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বেলা ২ টায় শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে এ দাবী জানান। প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা মেডিকেল কলেজের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন। এর আগে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়, হিসাব ও প্রশাসনিক শাখায় তালা ঝুলিয়ে দেয়।

উল্লেখ্য, স্থায়ী ক্যাম্পাস ও পাঠদান, আবাসন ও যাতায়ত ব্যাবস্থা, রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষনা, শিক্ষক সংকট নিরসন ও অধ্যক্ষের উপস্থিতি নিশ্চিতকরন এবং শিক্ষার মান-উন্নয়ন সহ ৮ দফা দাবি বাস্তাবায়নে শিক্ষার্থীরা ৭২ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে। কিন্তু তাদের একটি দাবীও বাস্তবায়ন না করায় এবং দীর্ঘদিন যাবৎ অধ্যক্ষ  অনুপস্থিত থাকায় আজ বেলা ২টায় অধ্যক্ষ ডাঃ সুনির্মল রায় ও একাডেমিক কো-অর্ডিনেটরকে ব্যর্থতার দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগের ১ দফা দাবী জানানো হয়। অন্যথায় অনির্দিষ্ট কালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে জানানো হয়।  


 

আরবি/জেডআর

Link copied!