ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৬:১৩ পিএম

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১,  আহত ১০

ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জ: সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বাহুবল উপজেলায় সদর ইউনিয়নের রাজাপুর-কাইতগাঁও গ্রামে দোকানের পাওনা টাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে আমির হোসেন (৭০) সহ আহত হন অন্তত  আরো ১০ জন। গুরুতর আহত আমির হোসেনকে সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমির হোসেন এর মৃত্যু ঘটে। 

মৃত আমির হোসেন ওই গ্রামেরই বাসিন্দা। আহতরা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, রাজাপুর-কাইতগাঁও গ্রামে তোফাজ্জল মিয়ার কাছে দোকানি জলিল মিয়ার টাকা পাওনা ছিল। রাতে এনিয়ে দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে 

দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তোফাজ্জলের পক্ষের আমির হোসেনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা অবনতি হলে  তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মোকসেদ জানান আমির হোসেন সংঘর্ষে আহত হয়ে, নাকি অসুস্থতার কারণে মারা গেছেন, তা পুলিশ তদন্ত করছে।


 

আরবি/জেডআর

Link copied!