সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেছেন সিরাজগঞ্জে কোনো দখল বেদখল চাঁদাবাজি চলবে না। জেলার পুলিশ সুপার হিসেবে প্রথমেই আমার কাজ হবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা। সাধারণ মানুষের যানমাল নিরাপত্তা দেওয়া এবং দুষ্টের দমন করা। কেউ যেন কাউকে ভয় দেখিয়ে দখল বেদখল চাঁদাবাজি করতে না পারে। এছাড়াও মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ছিনতাই রোধে কাজ করে যাবে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
আজ বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার নানা সমস্যা, অসংগতি তুলে ধরলে নবাগত পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এসব কথা বলেন।
এ সময় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক শরিফুল ইসলাম ইন্না, সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি হীরক গুন, সাবেক অর্থ সম্পাদক দিলীপ গৌর সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :