ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বন্যায় হবিগঞ্জে ব্যাপক ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রিজ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ১২:৫৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

এবারের বন্যায় হবিগঞ্জে সাত উপজেলায় ১৬৯ কিলোমিটার রাস্তা ও ৬ ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তা ও ব্রিজ মেরামতে প্রয়োজন ১৪১কোটি ৪৬ লাখ টাকা।

জেলায় এ ক্ষতি শুধুমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে নির্মিত ৬২টি রাস্তা ৬ টি ব্রিজের। বন্যার পানি নেমে যাওয়ার পর ৬২টি রাস্তার প্রায় ১৬৯ কিলোমিটার ক্ষত ভেসে উঠে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলা। এ উপজেলার ২৪টি রাস্তায়  ৫৯ কিলোমিটারে ছোটবড় গর্ত ও অনেক স্থানে বড় বড় ভাঙ্গন  দেখা  গেছে। সদর উপজেলার রাস্তা মেরামতে প্রয়োজন ৪০ কোটি টাকা।

এছাড়াও বানিয়াচং উপজেলায়   ৪০ কিলোমিটার, আজমিরীগঞ্জে ৩২ কিলোমিটার, চুনারুঘাটে ১৪ কিলোমিটার, বাহুবলে ৪টি ব্রিজ ১২ কিলোমিটার মাধবপুরে ৭কিলোমিটার ও লাখাই  উপজেলায় ২টি ব্রিজ ৫ কিলোমিটার রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিসংখ্যান রূপালী বাংলাদেশকে দিয়েছেন হবিগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম  । 

 সরেজমিনে দেখা যায়, সদর উপজেলায় খোয়াই নদীর বাঁধে এলজিইডির ২১ কিলোমিটার রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে রিচি ও লোকড়া ইউনিয়নের লোকজন চলাফেরায় দুর্ভোগে পড়েছেন।

সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ অংশে খোয়াই নদীর বাঁধে প্রায় ৫০ ফুট প্রশস্ত ভাঙন দেখা গেছে। সেখানে নদী ও হাওড় যুক্ত হয়ে গেছে। ফলে মানুষ ও যান চলাচল অচল হয়ে পড়েছে। মাছুলিয়া-মশাজান এলাকায়ও নদীর দু’পাড়ের বাঁধে নির্মিত এলজিইডির রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পানিতে অন্য ৬ উপজেলার ব্রিজও রাস্তাগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৬৯ কিলোমিটার রাস্তা  মেরামতের জন্য প্রায় ১৪১ কোটি ৪৬ লাখ টাকার চাহিদা পাঠানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরো জানান, চেষ্টা করছি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রিজগুলো খুব শীঘ্রই  মেরামত করার।