ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

পাবনায় স্টুডেন্ট এসোসিয়েনের পরিচিতি সভা ও সংবর্ধনা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৯:৫৫ পিএম

পাবনায় স্টুডেন্ট এসোসিয়েনের পরিচিতি সভা ও সংবর্ধনা

ছবি: রূপালী বাংলাদেশ

পাবনা: পাবনায় স্টুডেন্ট এসোসিয়েনের নতুন কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আতিকুর। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ গঠনে ছাত্রদের ভূমিকা অপরিসীম। তারা দেশ গড়ার কারিগর। দেশের উন্নয়ন এবং অগ্রগতি ছাত্রদের ওপর অনেকখানি নির্ভরশীল। ছাত্ররা তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে ত্য তিতিক্ষার মধ্য দিয়ে গড়ে তুলতে পারে একটা সুশৃঙ্খল সমাজ। এবারের ছাত্র আন্দোলন তার অনন্য দৃষ্টান্ত। সারা দেশের মত পাবনার শিক্ষার্থীরাও জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। তাদের এ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফিরোজ হোসেন, মঞ্জিল হোসেন, সাইদুল ইসলাম প্রমুখ।

শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ছাত্র অন্দোলনে সার্বিক সহযোগিতা ও আহত ছাত্রদের পাশ দাঁড়ানোর জন্য অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসকে সংবর্ধিত করা হয়।

আরবি/জেডআর

Link copied!