নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, উৎপাদন ও বেচা-কেনা বন্ধে সারা দেশে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বালুর মাঠ এলাকায় নুরজাহান প্যাকেজিংয়ে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯২ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, সহকারী পরিচালক মো. হান্নান উপস্থিত ছিলেন।
অভিযানের প্রথমে হাজীগঞ্জ মাঈনউদ্দিন লিটনের নুরজাহান প্যাকেজিংয়ের দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে গোডাউন থেকে আরো ১ হাজার ৩৪২ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় দোকানের মালিককে না পাওয়ায় দোকানটি সিলগালা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান চালানো হবে।
আপনার মতামত লিখুন :