কুমিল্লার তিতাস উপজেলায় ত্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে। উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির শাহপরানের বাড়িতে তার স্ত্রী মাহমুদা বেগম (৩৫), ছেলে-সাহাব উদ্দিন (০৯), এবং ভাগ্নি-তিশা আক্তার (১৪) কে আজ সকালে মৃত অবস্থায় বিছানা থেকে উদ্ধার করে পুলিশ। রাতে ঘুমের মধ্যে দুর্বৃত্তরা তাদের মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। শাহপরান ঢাকায় জুতা তৈরির কারিগর হিসেবে কাজ করেন। বাড়িতে তাঁর স্ত্রী সন্তান একা থাকতেন। তাছাড়া গতরাতে শাহপরানের ভাগ্নী একই গ্রামের রেজাউল করিমের মেয়ে তিশা বেড়াতে এসেছিলেন। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করে রুপালী বাংলাদেশকে জানান, ঘরের পিছনের দরজা খোলা ছিল। নিহতের সকলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। ভিকটিমের স্শাহপরান ঢাকায় থাকেন। ঘটনার তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
আপনার মতামত লিখুন :