মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে ১৪ জনকে ৮ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ইলিশ ক্রয়-বিক্রয়ের অপরাধে তিন জনকে ১১০০০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই কারাদণ্ড দেন।
জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত শনিবার দিবাগত রাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলা পদ্মা-যমুনা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু ব্যক্তিরা। এমন খবরে সোমবার ৯.৩০ হতে ৩টা পর্যন্ত পদ্মা-যমুনা নদীতে আলোকদিয়া এলাকায় অভিযান চালায় । এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ১৪ জনকে কারাদন্ড ও তিন জন ক্রেতা-বিক্রেতার অপরাধে জরিমানা করা হয়। তাঁদের কাছ থেকে ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত প্রায় ৩৫ কেজি ইলিশ মুন্সী আব্দুল আজিজ প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী
শিক্ষর্থী ও স্থানীয় নিম্ন আয়ের মানুষে মাঝে বিতরন করা হয়।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে যারা ইলিশ আহরণ করবে এবং যারা বিক্রয় ও ক্রয় করবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাছাড়া মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান চলবে।অভিযানে আসনার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগীতা করেছেন বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :