মেহেরপুরের গাংনীতে জাকির হোসেন ফুলের বাড়ির সামনে থেকে দুটি বোমা ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে এ বোমা ও চিরকুট উদ্ধার করে । জাকির হোসেন ফুল গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ানের চর গোয়াল গ্রামের আজিজুদ্দিন সরদার ছেলে।
স্থানীয়রা জানান, জাকির হোসেন ফুলের বাড়ির সামনে দুটি বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীরা। পুলিশ এসে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে দুটি বোমা ও একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে উল্লেখ করা ছিল, ফুল তুই টাকা কবে দিবি, টাকা না দিলে বোমা মেরে উড়িয়ে দেব,তুই কি মিনাল, তুই কবে দিবি বল, এই বোমা দিয়ে তোকে মেরে ফেলবো।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম, বোমা ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বোমা ও চিরকুট রাখা হয়েছিল। খোঁজখবর নেয়া হচ্ছে। সাথে যারা জড়িত তাদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।