গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় জনতা জানিয়েছেন, বৃহম্পতিবার রাত ১২ টার পর কাশিয়ানী থানার জোতকুরা গ্রামে একটি মাইক্রোবাসে চড়ে ডাকাতি করতে এলে স্থানীয় জনতা এদেরকে ধরে ফেলে। বর্তমানে তারা কাশিয়ানী থানায় আটক আছে।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একসেট সাব ইন্সপেক্টর পুলিশের পোশাক, একসেট হ্যান্ড কাপ, পিস্তলের কভার, রিফ্লেক্টিং ভেস্ট একটা, ডুপলিকেট পুলিশ আইডি কার্ড দুইটি, একটি পুলিশ বেল্ট ও গাড়ীতে পুলিশের স্টিকার জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পুলিশ পরিচয়ে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতে জেলার বিভিন্ন এলাকায় স্থানীয়রা রাতে নিজেরা পাহারা জোরদার করেছে।