সিরাজগঞ্জে সবজির বস্তা থেকে ১৮শ ৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন সহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১২।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে বুপ্রেনরফিন ইনজেকশন সহ ২জনকে আটক করা হয়।
আটককৃতরা রংপুর জেলার পীরগঞ্জের গোবিন্দপুরপুর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৫) এবং একই জেলার মিঠাপুকুর উপজেলার সন্তোষপুরপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (৩৭)।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করে র্যাব ১২এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকা থেকে সবজির বস্তায় থাকা ১৮৫০ পিস বুপ্রনরফিন ইনজেকশন সহ ২জনকে আটক করা হয়। এসময় তাদের থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে।